আরব আমিরাতে সাধারন ক্ষমার মেয়াদ আর বাড়ছেনা

সংযুক্ত আরব আমিরাতে সাধারন ক্ষমার মেয়াদ বৃদ্ধির কোন সিদ্ধান্ত হয়নি এখনো।

সংযুক্ত আরব আমিরাতে ৩ মাসের সাধারন ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ শে অক্টোবর।সাধারন ক্ষমার মেয়াদ বৃদ্ধির কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের"আবাসন ও বৈদেশিক বিষয়ক" অধিদপ্তরের মূখপাত্র লেফটেনেন্ট কর্ণেল আহমদ আল দাল্লাল। তিনি  সোমবার গাল্ফ নিউজ কে এই তথ্য জানান।গাল্ফ নিউজকে জনাব দাল্লাল বলেন,"এখনো অফিসিয়াল কোন সিদ্ধান্ত হয়নি মেয়াদ বৃদ্ধির।যদি মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত পরবর্তিতে হয়ে থাকে,তাহলে ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি এন্ড সিটিজন কতৃক সেটা প্রকাশিত হবে"।উল্লেখ্য অবৈধ অভিবাসীদের জন্য সাধারন ক্ষমা ঘোষনা হয়েছিল, যাতে অবৈধ ভাবে বসবাস-কারীরা নিজেদের বৈধ করে নিতে পারে,এবং যারা আউট পাস নিয়ে আরব আমিরাত ছাড়তে ইচ্ছুক কোন জেল জরিমানা ছাড়া, তারা যাতে আরব আমিরাত ছাড়তে পারে।সাধারন ক্ষমা শুরু হয়েছিল ১ আগস্ট থেকে, এই সুযোগ থাকবে ৩১ অক্টোবর পর্যন্ত।উল্লেখিত সময়ের মধ্যে, যাদের ভিসা নেই অবৈধ ভাবে অবস্থান করছে, তারা ভিসা লাগানোর সুযোগ পাবে,আর চাইলে তারা সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতেও পারবে।সাধারন ক্ষমার আওতায় যারা আরব আমিরাত ত্যাগ করবে, তাদের পাসপোর্টে নো এন্ট্রি স্টাম্প পড়বেনা।জনাব লেফটেনেন্ট কর্ণেল আহমেদ আল দাল্লাল গনমাধ্যম কে বলেন," লোক-মূখে গুজব ছড়িয়ে পড়েছে সাধারন ক্ষমার আওতাধীন সেবা সমূহ দেওয়া হচ্ছে না এখন,এই গুজব ভিত্তিহীন।আমি সেবা প্রত্যাশিদের বলতে চাই,সাধারন ক্ষমা সংক্রান্ত যে কোন সেবা আমাদের সেন্টার সমূহে আপনারা ফেডারেল অথরিটি কতৃক নির্ধারিত তারিখ, ৩১ অক্টোবর পর্যন্ত পাবেন"।আমের সেন্টার,তাহসিল অফিস সহ সংশ্লীষ্ট সকল সেবা সেন্টার সমূহে গিয়ে সাধারন ক্ষমা সংক্রান্ত সেবা সমূহ নেওয়ার আহবান ও করেন জনাব দাল্লাল।
তথ্য সূত্র ঃগাল্ফ নিউজ

আবদুস শাকুর
শারজা,আরব আমিরাত
০০৯৭১৫

No comments:

Post a Comment

সর্বশেষ পোস্ট

নিউজিল্যান্ডের ক্রাইসচার্চে ২টি মসজিদে সন্ত্রাসী হামলা, হতাহত অনেক।

নিউজিল্যান্ডে ২টি  মসজিদে সন্ত্রাসী হামলা, হতাহত অনেক। কোন কোন পত্রিকায় ২৭ জন নিহত হয়েছে বলে তথ্য এসেছে।নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু...