মরুর দেশে বৃষ্টি

এক পশলা বৃষ্টি -মরুর দেশে যেন উৎসব তূল্য।

আবদুস শাকুর
শারজা, আমিরাত

বৃষ্ঠি নিয়ে কাজী নজরুল লিখেছিলেন, "চপল বিদ্যুতে হেরি' সে চপলার ঝিলিক হানে কন্ঠের মনিহার, নীল আচঁল হতে তৃষিত ধরার ছুড়ে ফেলে মুঠি মুঠি বৃষ্টি শেফালিকা"। মরুর দেশে নজরুলের এই বাণী বেশিই মনে পড়ার কথা,কারন এক পশলা বৃষ্টি যেন আরব দেশ গুলুতে সোনার হরিণ।কালে ভদ্রে সামান্য বৃষ্টি পাত হয় আরব আমিরাতে,হলেও সেটা কিছুক্ষন স্থায়ী থাকে,তাই বৃষ্টি হতে দেখলে মহা খুশির জোয়ার নেমে জন-জীবনে।ড্রাইবার রাস্তার গাড়ি চালনোর সময় সেল্ফিতে ব্যাস্ত হয়ে পড়ে,উচ্চ ভবন থেকে জানালার ফাঁকে উকি দিয়ে বৃষ্টি দেখতে শুরু করে উৎসুক সবাই ।আজ সাড়ে ১০ টার দিকে বৃষ্টি হয় শারজায়,হঠাৎ আকাশে বিদ্যুত চমকালো,চমকালো অনুভুতি,মুহুর্তেই আবার উধাও।তাই বলা যায় বৃষ্টি মানেই আরব দেশ গুলুতে উৎসব তূল্য,যা দেখে ক্ষনিকের জন্য জন-জীবন হয় মাতোয়ারা।

চট্টগ্রামে বিয়ের কাবিন -সংস্কৃতি না অপ-সংস্কৃতি!

চট্টগ্রামে বিয়ের কাবিন নিয়ে বাড়াবাড়ি -সংস্কৃতি না অপ-সংস্কৃতি!

বিয়েকে কেন্দ্র চট্টগ্রামে অপ-সংস্কৃতির যেন অন্ত নেই।একের একের যুক্ত হচ্ছে নতুন নতুন দিক,যা মানুষ কে নীরবে কস্ট দিয়ে যাচ্ছে।এসব অপসংস্কৃতির মধ্যে কাবিন টা অন্যতম। মুসলিম বিবাহ আইনে বর স্ত্রিকে মোহরানা বা কাবিন প্রধান করবে, এটির পরিমান ইসলামে সর্বনিম্ন ১০ দেরহাম পরিমান হলেও বেশি কত হবে সেটা নির্ধারিত নয়।বর এবং কনের সম্মতিতে নির্ধারিত হওয়ার বিধান থাকলেও আমাদের দেশে অবিভাবকরাই মূলত মোহরানা ধার্য করে থাকেন।বরের আর্থিক অবস্থা,কনের আত্বীয় সজনের (খালাত বোন ফুফাত বোন ইত্যাদি) 'র কাবিন কত, সেটার উপর ভিত্তিতে এটা অবিভাবকরা দু পক্ষের সম্মতিতে নির্ধারন করেন।আজ থেকে ৮/৯ বছর আগেও এটি ঠিক ইসলামে যে রকম বলা হয়েছে সেটা অনুস্বরণ করে করা হত।কিন্তু দিন দিন মানুষ এটাকে জটিল এং কঠিন করে তুলছে। এখন মেয়ে পছন্দ হয়েছে বললেই কনে পক্ষ আগে থেকে ২০ লক্ষ কাবিন দিতে হবে, এমন দাবী নিয়ে বসে থাকে,এবং এক্ষেত্রে অন্যদের উদাহরন গুলু পেশ করে,না হয় তারা সাফ জবাব দেয় হবেনা বলে। পরিণতিতে বর পক্ষ অসহায়ের মত এটা সংস্কৃতির অংশ হিসাবে মেনে নিয়ে রাজি হয়ে যায়,মোটেও চিন্তা করেনা তার সামর্থ কতটুকু।কিন্তু পরে দেখা যায় যখনই কোন পারিবারিক সমস্যা দেখা দেয়, কনে পক্ষ থেকে চাপ দেওয়া শুরু হয় বিভিন্নভাবে ,কাবিন বেশি হওয়ায় অসহায়ের মত আচারন করতে হয় বরকে।কারন সাধারনত কাবিনের টাকা গুলু পরিশোধ করা হয়না,তাই বর তৎক্ষনাৎ রাজি হলেও আদৌ চিন্তা করেনা তার সামর্থ কতটুকু।ফলে কোন কারনে বিবাহ বিচ্ছেদ ঘটলে এগুলু পরিশোধ করতে হয়, এবং এক্ষেত্রে হিমশিম খেতে হয়,ঘটে বিভিন্ন অনাকাঙ্গিত ঘটনা। সাম্প্রতি রাউজানে বিবাহ বিচ্ছেদ ও অতিরিক্ত কাবিন সংক্রান্ত কারনে মেয়ে আর শাশুড়ি মিলে মেয়ের জামাইকে জবাই করার ঘটনাও ঘটেছে।তাছাড়া এই সংস্কৃতির কারনে বিবাহ বিচ্ছেদ ও বাড়ছে চট্টগ্রামে। পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন মতে ঘন্টায় ২ টি বিবাহ বিচ্ছেদ ঘটে চট্টগ্রামে।২০ জানুয়ারী ২০১৮ যুগান্তরের রিপোর্ট বলছে এমনটি।২০১৭ সালে চট্টগ্রাম সিটির ২ টি আদালতে মোট ৩৯২৮ টি বিবাহ বিচ্ছেদের আবেদন জমা পড়ে।অনেকেই মনে করছেন বিবাহে অতিরিক্ত কাবিনের ফলে  অনেক মেয়ে পরকিয়ায় জড়িয়ে পড়ে।স্বামীর বিরুদ্ধে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরা নিজ থেকেই তালাক বা বিবাহ বিচ্ছেদ চায়।মোটা অংকের কাবিন হওয়ায় অনেকেই সেটি করে বলে সাধারন মানুষের ধারনা

আবদুস শাকুর

আরব আমিরাতে সাধারন ক্ষমার মেয়াদ আর বাড়ছেনা

সংযুক্ত আরব আমিরাতে সাধারন ক্ষমার মেয়াদ বৃদ্ধির কোন সিদ্ধান্ত হয়নি এখনো।

সংযুক্ত আরব আমিরাতে ৩ মাসের সাধারন ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ শে অক্টোবর।সাধারন ক্ষমার মেয়াদ বৃদ্ধির কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের"আবাসন ও বৈদেশিক বিষয়ক" অধিদপ্তরের মূখপাত্র লেফটেনেন্ট কর্ণেল আহমদ আল দাল্লাল। তিনি  সোমবার গাল্ফ নিউজ কে এই তথ্য জানান।গাল্ফ নিউজকে জনাব দাল্লাল বলেন,"এখনো অফিসিয়াল কোন সিদ্ধান্ত হয়নি মেয়াদ বৃদ্ধির।যদি মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত পরবর্তিতে হয়ে থাকে,তাহলে ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি এন্ড সিটিজন কতৃক সেটা প্রকাশিত হবে"।উল্লেখ্য অবৈধ অভিবাসীদের জন্য সাধারন ক্ষমা ঘোষনা হয়েছিল, যাতে অবৈধ ভাবে বসবাস-কারীরা নিজেদের বৈধ করে নিতে পারে,এবং যারা আউট পাস নিয়ে আরব আমিরাত ছাড়তে ইচ্ছুক কোন জেল জরিমানা ছাড়া, তারা যাতে আরব আমিরাত ছাড়তে পারে।সাধারন ক্ষমা শুরু হয়েছিল ১ আগস্ট থেকে, এই সুযোগ থাকবে ৩১ অক্টোবর পর্যন্ত।উল্লেখিত সময়ের মধ্যে, যাদের ভিসা নেই অবৈধ ভাবে অবস্থান করছে, তারা ভিসা লাগানোর সুযোগ পাবে,আর চাইলে তারা সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতেও পারবে।সাধারন ক্ষমার আওতায় যারা আরব আমিরাত ত্যাগ করবে, তাদের পাসপোর্টে নো এন্ট্রি স্টাম্প পড়বেনা।জনাব লেফটেনেন্ট কর্ণেল আহমেদ আল দাল্লাল গনমাধ্যম কে বলেন," লোক-মূখে গুজব ছড়িয়ে পড়েছে সাধারন ক্ষমার আওতাধীন সেবা সমূহ দেওয়া হচ্ছে না এখন,এই গুজব ভিত্তিহীন।আমি সেবা প্রত্যাশিদের বলতে চাই,সাধারন ক্ষমা সংক্রান্ত যে কোন সেবা আমাদের সেন্টার সমূহে আপনারা ফেডারেল অথরিটি কতৃক নির্ধারিত তারিখ, ৩১ অক্টোবর পর্যন্ত পাবেন"।আমের সেন্টার,তাহসিল অফিস সহ সংশ্লীষ্ট সকল সেবা সেন্টার সমূহে গিয়ে সাধারন ক্ষমা সংক্রান্ত সেবা সমূহ নেওয়ার আহবান ও করেন জনাব দাল্লাল।
তথ্য সূত্র ঃগাল্ফ নিউজ

আবদুস শাকুর
শারজা,আরব আমিরাত
০০৯৭১৫

আরব আমিরাতে সাধারন ক্ষমার সময় বাড়ছেনা

সংযুক্ত আরব আমিরাতে সাধারন ক্ষমার মেয়াদ বৃদ্ধির কোন সিদ্ধান্ত হয়নি এখনো।

সংযুক্ত আরব আমিরাতে ৩ মাসের সাধারন ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ শে অক্টোবর।সাধারন ক্ষমার মেয়াদ বৃদ্ধির কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের"আবাসন ও বৈদেশিক বিষয়ক" অধিদপ্তরের মূখপাত্র লেফটেনেন্ট কর্ণেল আহমদ আল দাল্লাল। তিনি  সোমবার গাল্ফ নিউজ কে এই তথ্য জানান।গাল্ফ নিউজকে জনাব দাল্লাল বলেন,"এখনো অফিসিয়াল কোন সিদ্ধান্ত হয়নি মেয়াদ বৃদ্ধির।যদি মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত পরবর্তিতে হয়ে থাকে,তাহলে ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি এন্ড সিটিজন কতৃক সেটা প্রকাশিত হবে"।উল্লেখ্য অবৈধ অভিবাসীদের জন্য সাধারন ক্ষমা ঘোষনা হয়েছিল, যাতে অবৈধ ভাবে বসবাস-কারীরা নিজেদের বৈধ করে নিতে পারে,এবং যারা আউট পাস নিয়ে আরব আমিরাত ছাড়তে ইচ্ছুক কোন জেল জরিমানা ছাড়া, তারা যাতে আরব আমিরাত ছাড়তে পারে।সাধারন ক্ষমা শুরু হয়েছিল ১ আগস্ট থেকে, এই সুযোগ থাকবে ৩১ অক্টোবর পর্যন্ত।উল্লেখিত সময়ের মধ্যে, যাদের ভিসা নেই অবৈধ ভাবে অবস্থান করছে, তারা ভিসা লাগানোর সুযোগ পাবে,আর চাইলে তারা সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতেও পারবে।সাধারন ক্ষমার আওতায় যারা আরব আমিরাত ত্যাগ করবে, তাদের পাসপোর্টে নো এন্ট্রি স্টাম্প পড়বেনা।জনাব লেফটেনেন্ট কর্ণেল আহমেদ আল দাল্লাল গনমাধ্যম কে বলেন," লোক-মূখে গুজব ছড়িয়ে পড়েছে সাধারন ক্ষমার আওতাধীন সেবা সমূহ দেওয়া হচ্ছে না এখন,এই গুজব ভিত্তিহীন।আমি সেবা প্রত্যাশিদের বলতে চাই,সাধারন ক্ষমা সংক্রান্ত যে কোন সেবা আমাদের সেন্টার সমূহে আপনারা ফেডারেল অথরিটি কতৃক নির্ধারিত তারিখ, ৩১ অক্টোবর পর্যন্ত পাবেন"।আমের সেন্টার,তাহসিল অফিস সহ সংশ্লীষ্ট সকল সেবা সেন্টার সমূহে গিয়ে সাধারন ক্ষমা সংক্রান্ত সেবা সমূহ নেওয়ার আহবান ও করেন জনাব দাল্লাল।
তথ্য সূত্র ঃগাল্ফ নিউজ

আবদুস শাকুর
শারজা,আরব আমিরাত
০০৯৭১৫২৭৯২৫২০৭

News

টেস্ট ক্রিকেট কে বিদায় জানাচ্ছেন লংকান বোলার রংগনা হেরাথ।

আগামী ৬ নভেম্বর ইংল্যান্ডের সাথে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলে অবসরে যাচ্ছেন শ্রীলংকার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বাঁ-হাতি  স্পিন বোলার রংগনা হেরাথ।গালিতে অনুষ্ঠিত হবে এই টেস্ট,যেখানে হেরাথের টেস্ট অভিষেক হয়েছিল ১৯ বছর আগে।২০১৬ সালে হেরাথ ওয়ানডে ও টি ২০ কে বিদায় জানান।অবসর এর ব্যাপারে বিবিসি কে হেরাথ জানান, "সম্ভবত ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজই আমার শেষ সিরিজ হতে পারে"।রংগনা হেরাথ মুত্তিয়া মুরালীধরনের পরে লংকান ক্রিকেটের সবচেয়ে সফল স্পিন বোলার, যিনি ৯২ টেস্টে ৪৩০ উইকেট নেন।টেস্টে সবচেয়ে সফল বোলারদের মধ্যে দশম। হেরাথ ৩৪ বার ৫ উইকেট শিকার করেন, ৯ বার পান প্রতি-টেস্টে ১০ উইকেটে করে।ইতিহাসের অন্যতম সফল এই বোলার বলেন, "প্রতিটা ক্রিকেটারের সময় আসে অবসরের,আমি মনে করি আমার অবসরের সময় এসে গেছে"।
টেস্টে এর পাশাপাশি হেরাথ ৭১ ওয়ানডে তে ৭৪ উইকেট,১৭ টি টি২০ তে নিয়েছেন ১৮ উইকেট নিয়েছেন। শ্রীলংকান ক্রিকেট বোর্ড এর প্রধান এসলে ডি সিলভা আজ সোমবার  টেক্সট বার্তা দিয়ে এটি নিশ্চিত করেন গন-মাধ্যম কে।উল্লেখ্য হেরাথ কয়েক বছর ধরে হাটুর সমস্যায় ভোগছিলেন।
সূত্র টাইমস অফ ইন্ডিয়া ও বি বি সি স্পোর্টস।
আবদুস শাকুর, ডি এস টিভি আন্তর্জাতিক ডেস্ক।

নিউজ

দেশব্যাপী বিরোধী মতাদর্শের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দায়ের, বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার এবং আজ দুপুরে বিনা ওয়ারেন্টে চাকসুর এজিএস ও বিএনপি’র কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান শামীমকে ডিবি পুলিশ কতৃক গ্রেপ্তারে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চবি ছাত্রদলের বিবৃতি।বিবৃতিতে বলা হয়-
“দুর্নীতি, দুঃশাসন ও নৈরাজ্যের অবসান ঘটিয়ে সুনীতি, সুশাসন ও সুসরকার প্রতিষ্ঠায় এদেশের জনগণ যখন মুক্ত খালেদা জিয়ার নেতৃত্বে ভোটাধিকার তথা গণতন্ত্র পুনরুদ্ধারে সোচ্চার হচ্ছে, ঠিক তখনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রতিহিংসার বিচারে অন্যায়ভাবে কারাগারে আটক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায়ে সাজা প্রদান, সারাদেশে হাজার হাজার বিরোধী মতাদর্শের নেতাকর্মীকে গায়েবি মামলা দিয়ে হয়রানি ও গ্রেপ্তার করে জনমতকে দাবিয়ে রাখার নীল নকশা করছে এ ফ্যাসিবাদী সরকার।এরই ধারাবাহিকতায় আজ দুপুরে চট্টগ্রাম শহরের জিইসি মোড় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাত্র সংসদের এজিএস জনাব মাহবুবুর রহমান শামীমকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এসময় ওনার সাথে থাকা চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করকেও গ্রেপ্তার করে ডিবি পুলিশ।”বিবৃতিতে বিএনপি নেতা মাহবুবুর রহমাম শামীম ও আবুল হাসেম বক্করকে অন্যায়ভাবে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি কে আলম ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ।বিবৃতিতে আরো বলা হয়- গণতন্ত্র মুক্তি আন্দোলনকে দমিয়ে রেখে আবারো বিনাভোটে সরকার গঠন করার নির্লজ্জ বাসনায় রাষ্ট্র যন্ত্র ব্যবহার করে গনতন্ত্রকামী এবং বিরোধী মতাদর্শের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের, তল্লাশির নামে হয়রানি, গণগ্রেপ্তার করে জেলে প্রেরণ করা বন্ধ এবং বেগম খালেদা জিয়া সহ গ্রেপ্তারকৃত সকল রাজবন্দীদের মুক্তি ও প্রতিহিংসার ফরমায়েশি রায়ে প্রদত্ত সাজা বাতিল করে সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, যাতে জনগণ নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
অন্যথায় এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বেকে সমুন্নত রাখতে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দুর্বার আদোলন গড়ে তোলার পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলও ক্যাম্পাসে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

News on politices

***শারজাহ আওয়ামী যুবলীগ প্রাদেশিক কমিটির উদ্দ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশু পুত্র শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও কর্মী সভা অনুষ্ঠিত।****

১৮ অক্টোবর, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ইউ.এ. ই. প্রাদেশিক কমিটি সারজাহ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাছির উদ্দিন এবং সাধারণ সম্পাদক Mizanur Rahaman Mizan ও যুগ্ন সাধারন সম্পাদক Sheaik Nurul Islam Rashed এর যৌথ সঞ্চলনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশু পুত্র শেখ রাসেলের শুভ জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল ও সারজাহ সানাইয়া ইউনিট কমিটি গঠন কল্পে এক বিশাল কর্মী সভা সারজাহ ইয়াছমিন রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়।
##উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ইউ.এ. ই কেন্দ্রীয় কমিটির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউ.এ.ই কেন্দ্রীয় যুবলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক S M Shafiqul Islam,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ.এ.ই. কেন্দ্রীয় যুবলীগের সহ সভাপতি তাজ উদ্দিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর আলম,দপ্তর সম্পাদক মোহাম্মদ মিজান,ফুজিরা যুবলীগের সভাপতি ফরিদুল আলম, সাধারণ সম্পাদক আবুল কালাম, দুবাই আল আবির যুবলীগের সভাপতি এবং দুবাই যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাহেদুল করিম চৌধুরী,রাস আল খাইমাহ যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম,সহ সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান,সহ সারজাহ সানাইয়া ইউনিট কমিটি যুবলীগের নেতৃবৃন্দ।এতে শেখ রাসেলের জন্য দোয়া মুনাজাত করা হয়।
_শেষে Naser Chowdhury আহ্বয়াক ও বাবুল হাজারী সদস্য সচিব করে ৩১জন সদস্য বিশিষ্ট শারজাহ আওয়ামী যুবলীগ এর আওয়াতাধীন “সানাইয়া যুবলীগ” এর ইউনিট কমিটির আহ্বয়াক কমিটি ঘোষনা করা হয়।

News on new labour law in uae

শ্রমিক নিয়োগে নতুন ইন্সুরেন্স নীতি চালু করেছে  আরব আমিরাত সরকার।

নতুন নিয়ম অনুযায়ী শ্রমিক নিয়োগের জন্য প্রাইভেট কোম্পানি গুলুকে ৬০ দিরহাম ইন্সোরেন্স স্কিম পরিশোধ করতে হবে,আগে যেখানে   ৩ হাজার দেরহাম ব্যাংক গ্যারান্টি হিসাবে দিতে হত প্রতিটি শ্রমিক নিয়োগের জন্য।মানব সম্পদ বিষয়ক মন্ত্রনালয়ের ঘোষনা মতে ১৫ অক্টোবর থেকে এটি কার্যকর হচ্ছ।মানব সম্পদ মন্ত্রনালয়  ঘোষনা দেয় যে,ব্যাংক গ্যারান্টি হিসাবে দেওয়া ১৪ বিলিয়ন দেরহাম বিতরন করা হবে, যখন কোম্পানি গুলু ইন্সুরেন্স  স্কিমের আওতায় আসবে।যেসব কোম্পানি ওয়ার্ক পারমিট নবায়নের ৬ মাস পুর্বে বেতন সংক্রন্ত নিয়ম লংঘন করেছে, সে সকল কোম্পানি এই স্কিমের   আওতায় তথা ব্যাংক গ্যারান্টি বাবদ অর্থ বিতরনের আওতায় আসবেনা।নতুন এই ইন্সুরেন্স স্কিম নীতি জুনে ক্যাবিনেট মিটিংয়ে ইস্যু করা  হয়। ইন্সুরেন্সের আওতায় থাকা  শ্রমিকদের এই অর্থ কাজ শেষে গ্রচুয়েটি,লিভ সেলারী,ওভার টাইম বাবদ, অপরিশোধিত বেতন, রিটার্ন টিকেট ও কর্ম ক্ষেত্রে দুর্ঘটনা বাবদ  সর্বোচ্চ ২০হাজার দেরহাম শ্রমিক-প্রতি দেওয়া হবে।

International breaking news, people protesting in tywan to be indefendent from china.

তাইওয়ানে স্বাধীনতার দাবীতে বিক্ষোভ।


তাইওয়ানের রাজধানীতে আজ শনিবার হাজার হাজার স্বাধীনতা-কামী জনগন
 বিক্ষোভ র‍্যালী করেছে।তারা অবিলম্বে তাইওয়ানের স্বাধীনতার প্রশ্নে গন -ভোট আয়োজনের দাবী জানান।এটি  ছিল এই বছরের সবচেয়ে বড় বিক্ষোভ র‍্যালী, যা স্বাধীনতা পন্থি গ্রুফ ফরমুসা জোট আয়োজন করেছে।উল্লেখ্য এই জোট গঠিত হয়েছে ৬ মাস পুর্বে।তারা প্রসিডেন্টের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়।ক্যানি চাং, যিনি এই আন্দোলন-রত জোটের মূখপাত্র, তিনি গন মাধ্যম কে  বলেন, "জমায়েত খুবই সফলভাবেই হয়েছে"।তাইওয়ান প্রেসিডেন্ট সাই গত সপ্তাহে বলেছিলেন, তিনি বেইজিং এর সাথে স্বমন্বয় করবেন, তবে তাইওয়ানের জাতীয় নিরাপত্তা নিশ্চিতের কথাও বলেন জোর দিয়ে। পাশাপাশি তিনি উল্লেখ করেন চাইনিজদের  দমন-পীড়ন তার সরকার গ্রহন করবেনা।প্রেসিডেন্ট সাই দায়ীত্ব নেওয়ার পর থেকে বেইজিং এর সাথে সম্পর্ক খারাপ হতে থাকে।অন্যদিকে চায়না দ্বীপটিতে  মিলিটারি বৃদ্ধি করেছে এই বছর, কুটনৈতিক ভাবেও চাপে রেখেছে।দ্বীপটিকে ঘিরে আকাশ ও নৌ বাহিনীর অনুশীলন ও বেড়েছে।চায়না সব সময় মনে করে এটি তাদের একটি প্রদেশ। বিক্ষোভ কারীদের ভাষ্য, সাই সরকার বেইজিং কে যেন চাপ দেয় এবং গনভোটের ব্যাবস্থা যেন করা হয়।
আগামী মাসে তাইওয়ান সরকার গনভোট বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এতে চাইনিজরা খুবই বিরক্ত। তাইওয়ান সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে আগামী অলিম্পিকে তারা কি স্বাধীন তাইওয়ান হিসাবে যাবে অংশ নিতে? না কি চাইনিজ তাইপে নাম নিয়ে যাবে।যে নাম টি ১৯৭০ এর দশকে যৌত সিদ্ধান্তের ভিত্তিতে ব্যাবহারিত হয়ে আসছে।টাইমস অফ ইন্ডিয়া ও রয়টার্রস থেকে
আবদুস শাকুর, ডি এস টিভি

News

সৌদি আরবে সামরিক বিমান বিদ্ধস্ত

সোমবার সৌদি আরবের উত্তর পশ্চিম অঞ্চলে প্রশিক্ষনের  সময় একটি সামরিক বিমান বিদ্ধস্ত হয় বলে সে দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এস পি এ কে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রনালয়।খালিজ টাইমস নিউজের তথ্য মতে এতে বিমানে থাকা ক্রু মৃত্যুবরন করেন,অবশ্য সৌদি নিউজ এজেন্সি এর বেশি বর্ণনা দেয়নি গনমাধ্যমে।ব্রিটেনের তৈরি হাওক মডেলের বিমান টি সোমবার বিদ্ধস্ত  হলেও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে সৌদি প্রতিরক্ষা মন্ত্রনালয়  তা মঙ্গলবার প্রকাশ করা হয়। এই ঘটনার কারন জানতে একটি তদন্ত কমিটি হয়েছে বলেও এস পি এ (সৌদি প্রেস এজেন্সি) কে জানানো হয়েছে।
সূত্র খালিজ টাইমস ও ওয়াশিংট পোস্ট
আব্দুস শাকুর

News

ভিজিট ভিসা ও টুরিস্ট ভিসায় আরব আমিরাত গমনকারীরা সর্বোচ্চ ৬০ দিন ভিসার মেয়াদ বাড়াতে পারবে।

সংযুক্ত আরব আমিরা ভিজিট ও টুরিস্ট ভিসায় গমনকারীদের জন্য নতুন নিয়ম চালু করেছে।এখন থেকে এসব ভিসায় গমনকারীরা তাদের ভিসার মেয়াদ ২ মেয়াদে ৩০ দিন করে মোট ৬০ দিন বাড়াতে পারবে।আগে ৩০ বা ৯০ দিনের ভিজিট ভিসার মেয়াদ শেষ হলে তাদের ফিরে যেতে হত  নিজ দেশে, এখন  তাদের আর ফিরে যেতে হবেনা,আরব আমিরাতে থাকা অবস্থায় তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবে।বিগ্রেডিয়ার সাইদ রাখান আল রাশিদি, প্রবাসী বিষয়ক, বন্দর ও ফেডারেল অথরিটি আইডেন্টিটি এন্ড সিটিজেনশীপ এর ভারপ্রাপ্ত পরিচালক গনমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।রাশিদি  উল্লেখ করেন, ভিজিট ভিসার মেয়াদ শেষে একই ট্রাবেল এজেন্টের মাধ্যমে ৬০০ দেরহাম দিয়ে ৩০ দিনের জন্য নবায়ন করা যাবে, এবং এটি ২ বার করা যাবে।২ বার বৃদ্ধির পর নতুন করে টাইম বাড়ানো যাবেনা, অবশ্য আরব  আমিরাত ত্যাগ করতে হবে বলেও তিনি জোর দিয়ে বলেন,অন্যাথায় জরিমানা গুনতে হবে।এই সুযোগে চাকরি প্রার্থীরা খুশি।ভারতীয় একজন চাকরী পার্থী অরাভিন্দান কে খালিজ টাইমস কে বলেন,"বলে বুঝাতে পারবনা কিভাবে পুনর্জীবন পেলাম",যিনি এখন ভিজিট ভিসায় আবুদাবিতে আছেন চাকরীর আশায়।আরেক চাকরী প্রার্থী নিয়াজ বলেন, "নতুন নিয়ম টি আমার জন্য করুনা হিসাবেই এসেছে।এটি দ্বিতীয় ভিজিট ভিসা আমার,আমি এখনো চাকরীর সন্ধানে আমার দিন অতিবাহিত করছি"।চাকরী প্রার্থীদের খরচ ও কমবে এতে, তারা যতেস্ট সময় নিয়ে চাকরী খুজতে পারবেন।উল্লেখ্য সব দেশের ক্ষেত্রেই নিয়ম টি প্রযোজ্য।

সূত্র খালিজ টাইমস
আব্দুস শাকুর,ডি এস টিভি

News

নকল চাঁদ তৈরি করছে চীন।

নকল চাঁদ তৈরি করছে চায়না।চায়নিজ রা আশা করছে এটি দেশের বড় একটি শহর কে আলোকিত করবে রাত্রী বেলায়।চায়নার দক্ষিন পশ্চিম প্রদেশ চিচুয়ান এর একটি শহর চেংদু, যেখানে ১৪ মিলিয়ন মানুষ বসবাস করে, এই সিটির একজন কর্মকর্তা বলেন, পরিকল্পনা হল কক্ষপথে একটি সেটেলাইট স্থাপন করা, যেটি রাস্তার লাইটের মত আলোকিত করে আলোক সজ্জা করবে।সেটেলাইট টিতে একটি লেয়ার ব্যাবহার করা হবে, যা সুর্য থেকে সোলার পেনেলের সাহায্যে আলো নিয়ে আবার তা নির্দিষ্ঠ জায়গায় তা ফেলতে পারবে।গনমাধ্যম কে এমনটিই জানিয়েছেন শহর টির এয়ার স্পেস বিজ্ঞান, প্রযুক্তি ও মাইক্রু এলেক্ট্রিক ইনষ্টিটিউট এর চেয়ারম্যান উ চান পেং, তার মতে ৫০ মাইল পর্যন্ত আলোকিত করবে সেটেলাইট টি শহরকে।সড়ক লাইটের পরিবর্তে সেটেলাইট টির আলো ব্যাবহার হবে,এটি নরমাল সড়কের লাইটের চেয়েও বেশি পাওয়ার-ফুল হবে।চেংদুর কর্মকর্তারা বলছেন ২০২০ সালে এটি চালু হবে। রাস্তার লাইটের খরচ বাচানো ও টুরিস্ট বৃদ্ধির লক্ষে এই প্রজেক্টি করছে বলে জানানো হয় মিডিয়াকে।
সূত্রঃটেলিগ্রাফ ও ইন্ডেফেন্ডেন্ট, ইউকে
আব্দুস শাকুর, ডি এস টিভি

প্রতিবাদ সভা

আরব আমিরাতে শারজা বি এন পির প্রতিবাদ সভা অনুষ্ঠিত।


শারজায় হুদায়বিয়া রেস্টুরেন্টে গতকাল ১০/১০/২০১৮ তারিখে বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শারজা বি এন পির আহবায়ক ইঞ্জিনিয়ার করিমুল হকের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক নিজাম ও সদস্য সচিব কিরন আহমেদের এর সঞ্চালনায় এই প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত বি এন পির সহ সভাপতি নুরুল আলম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেলিম উদ্দিন যুগ্ম সম্পাদক, আমিরাত বি এন পি,প্রচার সম্পাদক নুরুন নবী ভুইয়া,গাজি জাকের সহ সাংগঠনিক সম্পাদক আরব আমিরাত কেন্দ্রীয় বি এন পি,সামসুন নাহার স্বপ্ন মহিলা বিষয়ক সম্পাদক আরব আমিরাত কেন্দিয় বি এন পি,মিয়া মু্হাম্মদ সিজিল কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতিও শারজা বি এন পির যুগ্ম আহবায়ক,আবু ইউসুফ রানা ভার প্রাপ্ত সাধারন সম্পাদক, কেন্দ্রিয় যুবদল,জাহাংগির আলম, শারজা বি এন পি যুগ্ম আহবায়ক,সুমন আহমেদ শারজা বি এন পি যুগ্ম আহবায়ক,কেদ্রিয় যুবদলের সাংগঠনিক সম্পাদক, সাহজান সজিব, শারজা যুবদলের সম্পাদক আনোয়ার, শারজা শ্রমিকদল সম্পাদক আব্দুস শহিদ, শারজা যুবদল  যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন।আরো বক্তব্য রাখেন দুবাই যুবদল নেতা মামুন হাওলাদার সহ সহযোগী ও অংগ সং গঠনের নেতৃবৃন্দ।এতে বি এন পির বিভিন্ন স্তরের নেতা কর্মীর পাশাপাশি সাংবাদিক বৃন্দও উপস্থিত ছিল। প্রতিবাদ সভায় বক্তারা আগামিতে জনগনের সরকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার এর জন্য প্রস্তুত থাকতে বলেন সকলকে।

সর্বশেষ পোস্ট

নিউজিল্যান্ডের ক্রাইসচার্চে ২টি মসজিদে সন্ত্রাসী হামলা, হতাহত অনেক।

নিউজিল্যান্ডে ২টি  মসজিদে সন্ত্রাসী হামলা, হতাহত অনেক। কোন কোন পত্রিকায় ২৭ জন নিহত হয়েছে বলে তথ্য এসেছে।নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু...