নিউজিল্যান্ডের ক্রাইসচার্চে ২টি মসজিদে সন্ত্রাসী হামলা, হতাহত অনেক।

নিউজিল্যান্ডে ২টি  মসজিদে সন্ত্রাসী হামলা, হতাহত অনেক।
কোন কোন পত্রিকায় ২৭ জন নিহত হয়েছে বলে তথ্য এসেছে।নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুক ধারির হামলায় ব্যাপক হতাহত হয়েছে।শুক্রবার জুমার নামাজের সময় এই হামলার ঘটনা ঘটে। হামলায় অভিযুক্ত ৪ জন আটক হয়েছে বলে পুলিশ জানিয়েছে।তাদের কাছ থেকে বিভিন্ন মারণাস্ত্র উদ্ধার করা হয়েছে।পুলিশ কমিশনার মাইক বুশ সবাইকে মসজিদ পরবর্তি নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপত্তার সার্থে বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন।নিউজিল্যান্ডের প্রধান মন্ত্রী জেসিদা আরডার্ণ এটিকে কালো দিন হিসাবে অবিহিত করেছেন।প্রত্যক্ষদর্শী আহমেদ আল মাহমুদ বলেন, একজন ব্যাক্তি হেলমেট পরিহিত অবস্থায় এসে এলোপাতাড়ি গুলি করতে থাকে মুসল্লিদের।আরেক প্রত্যক্ষজন প্রত্যক্ষদর্শী ল্যান প্যানেহা বলেন,একজন কালো ড্রেস পরিহিত ব্যাক্তি মসজিদে প্রবেশ করে।'তাঁর মতে সেখানে  একশ'র বেশি মুসল্লি ছিল।একডজনের বেশি গুলির শব্দ আসে কানে।পুলিশ পুরো এলাকাটিতে সতর্কতা জারি করেছে।উল্লেখ্য বাংলাদেশ ক্রিকেট টিম আক্রমনের শিকার মসজিদে আল নুরে যাচ্ছিল জুমার নামাজ আদায় করার জন্য।ঘটনা শুনে মাঝ পথ থেকে তারা ফিরে এসে রক্ষা পায় বলে ক্রিকেট টিমের খেলোয়াড়রা সামাজিক মাধ্যমে লিখেছেন।
সূত্র গার্ডিয়ান।

'উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করুন'আমিরাতে মতবিনিময় সভায় মুসলেম উদ্দিন।

'উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করুন'আমিরাতে মতবিনিময় সভায় মুসলেম উদ্দিন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দিন বলেছেন 'পদ্মাসেতু এখন দৃশ্য মান।চট্টগ্রামে কর্ণফুলী টানেলও এখন প্রায় ৩০ পারসেন্ট কাজ হয়ে গেছে। তাই সরকার উন্নয়নের ধারা অব্যাহত রেখে যেভাবে কাজ করে যাচ্ছে তাতে অচিরেই বাংলাদেশ উন্নত দেশোর তালিকায় পৌঁছে যাবে।'
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ দুবাই ও উত্তর আমিরাত (প্রবাসী শাখা) সম্পর্কে তিনি বলেন,আগামী ডিসেম্বরের মধ্যে তিনি আমিরাতে এসে পূর্ণাঙ্গ কমিটি করে দেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ দুবাই ও উত্তর আমিরাত প্রবাসী শাখার
 উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। শারজাহ ওমর খৈয়াম রেস্তোরাঁ হলরুমে গত ৯  মার্চ অনুষ্টিত সভায়  সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ দুবাই ও উত্তর আমিরাত (প্রবাসী শাখা)'র ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ আলী জাহাঙ্গীর। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাস্মদ হামীদ আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রকৌশলী আবু জাফর চৌধুরী, মোহাম্মদ নুরুল আবচার, আরশাদ হোসন হিরু, প্রকৌশলী এনামুল হক, নুর মোহাস্মদ প্রমুখ। উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী শফিক, মীর কামাল, মোহাম্মদ আনোয়ার হোসেন, কাজী শওকত আকবর, মোহাম্মদ জামাল সহ কমিউনিটির নেতৃবৃন্দ।সংবাদ, প্রসাস।

দেশের সুনাম বৃদ্ধিতে প্রবাসে আইন মেনে চলা প্রবাসিদের দায়ীত্ব।

দেশের সুনাম বৃদ্ধিতে প্রবাসে আইন মেনে চলা প্রবাসিদের দায়ীত্ব।

সংযুক্ত আরব আমিরাতে বিপুল সংখ্যক প্রবাসী সততা, নিষ্টার সাথে বসবাস করলে ও কিছু সংখ্যক দুষ্কৃতি কারির অপকর্মের কারনে প্রবাসীদের অর্জন ম্লান হয়েছে বিভিন্ন সময়।ঠুনকু  বিষয়কে কেন্দ্র করে মারামারি,খুনাখুনি,অসামাজিক কাজ, মাদকে সংশ্লীষ্টতা সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে এরা নিজেরা যেমন ভোগান্তির শিকার হচ্ছে, ঠিক তেমনি এই ধরণের অপকর্মে নষ্ট হচ্ছে দেশের সুনাম, ক্ষতি গ্রস্থ হচ্ছে অন্য প্রবাসিরা, দেশ হারাচ্ছে রেমিটেন্সের আরো সম্ভাবনা।২০১২ সালের থেকে সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধ রয়েছ।ভিসা বন্ধ হওয়ার পিছনে অন্যান্য কারন গুলুর পাশাপাশি কিছু দুষ্কৃতি কারিদের এই অপরাধ প্রবণতাকেও  দায়ী করা হয়।এসবের ফল-শ্রোতিতে দীর্ঘদিন দেশটিতে শ্রমিক ভিসা বন্ধ রয়েছে।
২০১৪ সালে ২৮ অক্টোবর তারিখে  বিডি নিউজ ২৪ এ প্রকাশিত একটি নিউজ এর তথ্য মতে দেখা যায় আরব আমিরাতের জেলে বন্দী আছে ১০১৯ জন বাংলাদেশী,যার মধ্যে ১০ জন মৃত্যু দন্ড প্রাপ্ত।২০১৮ সালের মার্চের ২১ তারিখে প্রকাশিত খালিজ টাইমসের একটি শিরোনাম ছিল '১০ বাংলাদেশী শ্রমিক আবুধাবিতে বিচারের মুখোমূখি',উল্লেখ্য আবুধাবির একটি আবাসিক এলাকায়  ৪ জন কে হত্যার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।
২০১৪ সালের ৯ অক্টোবর  শারজায় ধর্ষনের অভিযোগে এক বাংলাদেশী আটকের নিউজ প্রকাশিত হয় খালিজ টাইমসে।২০১৩ সালের ৩০ জানুয়ারীতে খালিজ টাইমসের একটি একটি নিউজ শিরোনাম ছিল 'জুয়া খেলার অভিযোগে ৬ বাংলাদেশী গ্রেপ্তার'।২০১৪ সালের ৫ ফেব্রুয়ারিতে খালিজ টাইমসে প্রকাশিত শিরোনাম' জুয়া এবং পর্ণ সিডি ক্যাসেট বিক্রির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেপ্তার '।এই চিত্র গুলুই বলে দিচ্ছে প্রবাসে আইন কানুনের কোন তোয়াক্কা করছেনা কিছু দুষ্কৃতি কারী, যার  মাশুল দিতে হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে আসতে ইচ্ছুক বাংলাদেশিরা।লেবার ভিসা বন্ধ থাকায় চড়া মূল্য দিয়ে লাগাতে হচ্ছে ইনভেস্টর ভিসা।
এই ব্যাপারে শারজাহস্থ বেবি  পার্ক এর এডমিনিস্ট্রাটিভ কো অর্ডিনেটর মুন্তাসির মামুন বলেন, 'মনে রাখতে  হবে আমাদের চাল  চলনে  ,কর্ম ক্ষেত্রে ,চলার পথে  সবকেত্রেই  আমরা আমাদের দেশকে  ,সংস্কৃতি  কে  উপস্থাপন  করছি  !আমাদের গুটি  কয়েক  এর উদাসীনতা  সমগ্র  প্রবাসীদের ভোগান্তিতে   ফেলছে'।
প্রবাসী সাংবাদিক সমিতি(প্রসাস) এর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও ইটিভি আরব আমিরাত প্রতিনিধি
সাইফুল ইসলাম তালুকদারের এর কাছে জানতে চাইলে  বলেন,
'প্রবাসে একজন সুনাগরিক হিসাবে সংযুক্ত আরব আমিরাতের আইন কানুন মেনে চলে দেশের ভাবমূর্তি উজ্জলে কাজ করতে হবে। এটা খেয়াল রাখতে হবে আমরা দেশ ছেড়ে বিদেশে বসবাস করছি। পরিবারের জীবিকা নির্বাহের তাগিদে বিদেশের মাটিতে প্রবাসীরা কষ্ট করে যাচ্ছে। তাই সেই কথাটি মাথায় রেখে সকলের চলা উচিত এবং সুনাগরিকের পরিচয় দেওয়া উচিত'
এভাবে আরব আমিরাতে অবস্থান-রত সকল বাংলাদেশির প্রত্যাশা আগামীতে সকলেই প্রবাসে আইন কানুন মেনে চলবে, বাংলাদেশের ভাবমূর্তি পূনরায় উদ্ধার করবে, যাতে সংযুক্ত আরব আমিরাত সরকার আবারো পুরোপুরি ভাবেই সব ধরনের ভিসা খুলে দেয় বাংলাদেশিদের জন্য।

মুহাম্মদ আবদুস শাকুর
শারজা,আরব আমিরাত

মূল্যহীন হৃদয়ের আকুতি "

"মূল্যহীন হৃদয়ের আকুতি " "     মরুভুমিতে সচরাচর এই সময় আকাশে মেঘ দেখা যায়না। অথচ কদিন ধরে আমিরাতের আকাশটা মেঘাচ্ছন্ন। কখনো কখনো এক দু ফোটা বৃষ্টিও পড়ে সাথে হালকা বাতাস। এক তো শীতের শেষ সময় তার উপর হালকা শিরশিরে  বাতাস অন্য রকম অনুভুতির উদ্রেক করে অন্তরে। অনেক দিন ধরে তেমন একটা লেখা হয়না কিছুই। কদিন ধরে কেমন যেন মরিচিকা পড়া স্মৃতি গুলা নাড়া দিচ্ছে। আমি কোন কবি বা সাহিত্যিক বা তেমন লেখক নই।সামান্য একজন খেটে খাওয়া অতি সাধারন প্রানী। কিছু লেখার যে যোগ্যতা দক্ষতা থাকা দরকার তার লেশমাত্র নেই আমার। তারপরও স্মৃতিকে উপাধান করে মনের কোনে জমে থাকা আনন্দ,বেদনা,প্রেম ভালবাসার বহিঃপ্রকাশ করার ব্যর্থ প্রচেষ্টা করছি মাত্র। একটা সময় প্রেম ভালবাসা নিয়ে অনেক ভাবতাম,অনেক সময় ডায়েরীতে অনেক কিছুই লিখতাম। এখন সে ভাবুক হৃদয় ও নেই, সে রকম ডায়েরী বা সময়ও নেই। তারপরও আজকে মেঘাচ্ছন্ন আকাশ কালো মেঘের আড়ালে লুকোচোরি খেলায় মত্ত পূর্নিমার চাঁদকে দেখে নিজেকে ধরে রাখতে পারলাম না। আজকের লেখাটা ভালবাসার অপ্রাপ্তির আক্ষেপ,হৃদয় ভাঙ্গার যন্ত্রনাময়। বলা যেতে পারে প্রিয়তমার উদ্দেশ্যে খোলা চিঠি। অভাগা প্রেমিক হয়ত জানেই না যে,তার আকুতি ভালবাসা হারানোর ব্যাকুলতা প্রিয়তমার দৃষ্টিগোচরই হবেনা।শুরুটা এই ভাবে, হঠাৎ দেখায় দুজনের হৃদয়ে প্রেমের বীজ অন্কুরিত হয়। যা সময়ের সাথে পাল্লা দিয়ে দিনকে দিন বাড়তে থাকে,হতে থাকে গভীর থেকে গভীরতর। ঘটনা যা বলছি তা সত্যি ঘটনা। কোন মনগড়া রসেভরা গল্প নয়। কথা না বাড়িয়ে ব্যাকুল প্রেমিকের নিবেদন তার প্রেয়সীর কাছে। "তোমাকে বলছি আরজু,(তুমি তো জান ভালবেসে আমি তোমাকে আরজু বলেই ডাকি।) আমার লেখা গভীর রাত ছাড়া তুমি পড়বেনা, এ আমার তোমার প্রতি অনুরোধ।কারন আমার লেখা কথা গুলো তুমি গভীর রাত ছাড়া অনুভব করতে পারবেনা। কারন,গভীর রাতে মানুষ কৃত্রিমতা ছেড়ে ধরা দেয় নিজের মনের কাছে। এখন রাত.......।কেমন আছো তুমি আরজু? অবাক হচ্ছো? আসলে অবাক হবারই কথা। যে মানুষটি আগে চোখ বন্ধ করে বলে দিতে পারত 'তুমি কেমন আছো, সে আজ নিজেই জানতে চাইছে!!! তুমি কেমন আছো! তোমার সাথে দেখা হয়না, কথা হয়না আজ অনেকদিন হয়ে গেল। তাই সহজেই বলতে পার আমি 'ভাল নেই '।ভেবেছিলাম আজ তোমার সাথে সব রাগ অভিমান ভুলে যাব। ভাল থাকব।কিন্তু না পেরেছি তোমার অভিমান ভাঙ্গাতে,না পেরেছি তোমার রাগ ভাঙ্গাতে। মনের উপর শাসন চলেনা। বিপরীত ফল হয় তাতে। তাই হয়ত তোমার রাগ আর অভিমান ভেঙ্গে যতই কাছে যেতে চেয়েছি ততই তুমি আমাকে দুরে সরিয়ে দিয়েছো। তুমি আমাকে যে নিঃস্বার্থ ভালবাসা দিয়েছো তা সত্যিই ভুলবার নয়।আসলে প্রিয় মানুষদের আগলে রাখার ক্ষমতাসবার থাকেনা। যেমন তুমি আমাকে বলেছিলে। তবে তোমাকে আগলে রাখতে না পারলেও আগলে রেখেছি আমাদের ম্মৃতি গুলো।আচ্ছা,তুমি কি এখন আগের মত চাঁদ দেখো? আজ কিন্তু পূর্নিমার চাঁদ আকাশ থেকে তার রুপালি কিরন বিলিয়ে যাচ্ছে সারা প্রকৃতির উপর। যদিও তা আজ স্পষ্ট দেখা যাচ্ছেনা কালো মেঘের কারনে। তারপরও আমি চাঁদ দেখছি,সময় পেলে প্রতিরাতেই দেখি। আর স্বভাবসুলভ ভাবে তোমাকেই ভাবি। জানিনা আমাকে নিয়ে তুমিও তেমন ভাবছো কি না! এই গভীর রাতে চাঁদই আমার একমাত্র বন্ধু।আমি ঐ চাঁদকে যত কটু কথা বলিনা কেন সে আমার উপর একদমই অভিমান করেনা। শুধু এক দৃষ্টিতে চেয়ে থাকে আমার দিকে, আর দেখে আমার সরলতায় ভরা পাগলামি। তবে যখন তার হৃদয় মেঘলা হয়ে থাকে, তখন সে আমার উপর কিছুটা অভিমান করে। পরক্ষনেই মেঘের আড়াল থেকে ছুটে আসে আমায় দেখবার জন্য। আমি তার সাথে কথা বলতে বলতে একসময় ঘুমিয়ে পড়ি। তখনো সে জানালা দিয়ে আমার দিকে অপলক থাকিয়ে হাসতে থাকে। তাকে বিদায় জানাবার আগে আমি ঘুমিয়ে পড়লেও তার চোখে থাকেনা কোন অভিমান। তোমার সাথে যখন প্রথম সম্পর্ক হয় তখন তোমার সাথে কথা বলতাম আর চাঁদকে দেখতাম। তাই চাঁদই ছিল আমাদের ভালবাসার নিরব সাক্ষী। তোমায় ভালবেসে চাঁদকে যখন দেখতাম মনে হতো,তুমি চাঁদের চেয়ে অনেক সুন্দর।। সত্যিই তুমি কিন্তু চাঁদের চেয়ে অনেক সুন্দর। এখন চাঁদকে আর আগের মত সুন্দর লাগেনা। হয়ত আমাদের ভালবাসার এমন করুন পরিনতি সইতে না পেরে চাঁদ নিজেই নিজেকে করেছে ক্ষত-বিক্ষত।আমাকে দেখলেই এখন সে মেঘের আড়ালে লুকায়। আরজু,আমি এখন বড় অগোছালো। জানো আরজু,মনে হয় আমার চোখের জল শুকিয়ে গেছে।ঠিক যেমন করে গ্রীষ্মকালে মাট-ঘাট শুকিয়ে যায়। ছেলেরা সাধারনত তাদের কান্না কাউকে দেখতে বা অনুভব করতে দেয়না। তারপরও আমি অনেক কেঁদেছি। কিন্তু তুমি আমার কান্না কখনো অনুভব করতে পারনি। মাঝে-মধ্যে আমি কখন যে কি করে বসি তা নিজেও বুঝতে পারিনা। নিজের অজান্তেই অন্যদের মনে কষ্ট দিয়ে ফেলি। মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছা হয়,হে নিষ্টুর পৃথিবী আমি আর পারছিনা। কেন জানিনা প্রিয় মানুষকে কষ্ট দিতে আমার ভাল লাগে। সত্যি বলছি, বিশ্বাস কর আরজু,।এ গুলো আমার ইচ্ছাকৃত না।শুধু তোমার সাথে ফান, আসলে আমার জীবনটা এমনই। এই দেখো,হঠাৎ তোমার জীবনে আসলাম,ভালবাসলাম,ভালবাসি বললাম। আবার হঠাৎ ই সব থমকে গেল! কি এমন বলেছিলাম যে,এ ভাবে আমাকে ছেড়ে দুরে চলে গেলে? শুধু মুখের কথাটাই দেখলে,আমার মনের ভাষাটা একবারও বুঝতে চেষ্টা করলেনা।তুমি না আমাকে অনেক ভালবাস? আরজু এখনো কি আগের মত আমাকে ভালবাস? জানতে খুব ইচ্ছে করছে...........

সর্বশেষ পোস্ট

নিউজিল্যান্ডের ক্রাইসচার্চে ২টি মসজিদে সন্ত্রাসী হামলা, হতাহত অনেক।

নিউজিল্যান্ডে ২টি  মসজিদে সন্ত্রাসী হামলা, হতাহত অনেক। কোন কোন পত্রিকায় ২৭ জন নিহত হয়েছে বলে তথ্য এসেছে।নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু...