চট্টগ্রামে বিয়ের কাবিন -সংস্কৃতি না অপ-সংস্কৃতি!

চট্টগ্রামে বিয়ের কাবিন নিয়ে বাড়াবাড়ি -সংস্কৃতি না অপ-সংস্কৃতি!

বিয়েকে কেন্দ্র চট্টগ্রামে অপ-সংস্কৃতির যেন অন্ত নেই।একের একের যুক্ত হচ্ছে নতুন নতুন দিক,যা মানুষ কে নীরবে কস্ট দিয়ে যাচ্ছে।এসব অপসংস্কৃতির মধ্যে কাবিন টা অন্যতম। মুসলিম বিবাহ আইনে বর স্ত্রিকে মোহরানা বা কাবিন প্রধান করবে, এটির পরিমান ইসলামে সর্বনিম্ন ১০ দেরহাম পরিমান হলেও বেশি কত হবে সেটা নির্ধারিত নয়।বর এবং কনের সম্মতিতে নির্ধারিত হওয়ার বিধান থাকলেও আমাদের দেশে অবিভাবকরাই মূলত মোহরানা ধার্য করে থাকেন।বরের আর্থিক অবস্থা,কনের আত্বীয় সজনের (খালাত বোন ফুফাত বোন ইত্যাদি) 'র কাবিন কত, সেটার উপর ভিত্তিতে এটা অবিভাবকরা দু পক্ষের সম্মতিতে নির্ধারন করেন।আজ থেকে ৮/৯ বছর আগেও এটি ঠিক ইসলামে যে রকম বলা হয়েছে সেটা অনুস্বরণ করে করা হত।কিন্তু দিন দিন মানুষ এটাকে জটিল এং কঠিন করে তুলছে। এখন মেয়ে পছন্দ হয়েছে বললেই কনে পক্ষ আগে থেকে ২০ লক্ষ কাবিন দিতে হবে, এমন দাবী নিয়ে বসে থাকে,এবং এক্ষেত্রে অন্যদের উদাহরন গুলু পেশ করে,না হয় তারা সাফ জবাব দেয় হবেনা বলে। পরিণতিতে বর পক্ষ অসহায়ের মত এটা সংস্কৃতির অংশ হিসাবে মেনে নিয়ে রাজি হয়ে যায়,মোটেও চিন্তা করেনা তার সামর্থ কতটুকু।কিন্তু পরে দেখা যায় যখনই কোন পারিবারিক সমস্যা দেখা দেয়, কনে পক্ষ থেকে চাপ দেওয়া শুরু হয় বিভিন্নভাবে ,কাবিন বেশি হওয়ায় অসহায়ের মত আচারন করতে হয় বরকে।কারন সাধারনত কাবিনের টাকা গুলু পরিশোধ করা হয়না,তাই বর তৎক্ষনাৎ রাজি হলেও আদৌ চিন্তা করেনা তার সামর্থ কতটুকু।ফলে কোন কারনে বিবাহ বিচ্ছেদ ঘটলে এগুলু পরিশোধ করতে হয়, এবং এক্ষেত্রে হিমশিম খেতে হয়,ঘটে বিভিন্ন অনাকাঙ্গিত ঘটনা। সাম্প্রতি রাউজানে বিবাহ বিচ্ছেদ ও অতিরিক্ত কাবিন সংক্রান্ত কারনে মেয়ে আর শাশুড়ি মিলে মেয়ের জামাইকে জবাই করার ঘটনাও ঘটেছে।তাছাড়া এই সংস্কৃতির কারনে বিবাহ বিচ্ছেদ ও বাড়ছে চট্টগ্রামে। পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন মতে ঘন্টায় ২ টি বিবাহ বিচ্ছেদ ঘটে চট্টগ্রামে।২০ জানুয়ারী ২০১৮ যুগান্তরের রিপোর্ট বলছে এমনটি।২০১৭ সালে চট্টগ্রাম সিটির ২ টি আদালতে মোট ৩৯২৮ টি বিবাহ বিচ্ছেদের আবেদন জমা পড়ে।অনেকেই মনে করছেন বিবাহে অতিরিক্ত কাবিনের ফলে  অনেক মেয়ে পরকিয়ায় জড়িয়ে পড়ে।স্বামীর বিরুদ্ধে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরা নিজ থেকেই তালাক বা বিবাহ বিচ্ছেদ চায়।মোটা অংকের কাবিন হওয়ায় অনেকেই সেটি করে বলে সাধারন মানুষের ধারনা

আবদুস শাকুর

No comments:

Post a Comment

সর্বশেষ পোস্ট

নিউজিল্যান্ডের ক্রাইসচার্চে ২টি মসজিদে সন্ত্রাসী হামলা, হতাহত অনেক।

নিউজিল্যান্ডে ২টি  মসজিদে সন্ত্রাসী হামলা, হতাহত অনেক। কোন কোন পত্রিকায় ২৭ জন নিহত হয়েছে বলে তথ্য এসেছে।নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু...