নিউজিল্যান্ডের ক্রাইসচার্চে ২টি মসজিদে সন্ত্রাসী হামলা, হতাহত অনেক।

নিউজিল্যান্ডে ২টি  মসজিদে সন্ত্রাসী হামলা, হতাহত অনেক।
কোন কোন পত্রিকায় ২৭ জন নিহত হয়েছে বলে তথ্য এসেছে।নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুক ধারির হামলায় ব্যাপক হতাহত হয়েছে।শুক্রবার জুমার নামাজের সময় এই হামলার ঘটনা ঘটে। হামলায় অভিযুক্ত ৪ জন আটক হয়েছে বলে পুলিশ জানিয়েছে।তাদের কাছ থেকে বিভিন্ন মারণাস্ত্র উদ্ধার করা হয়েছে।পুলিশ কমিশনার মাইক বুশ সবাইকে মসজিদ পরবর্তি নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপত্তার সার্থে বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন।নিউজিল্যান্ডের প্রধান মন্ত্রী জেসিদা আরডার্ণ এটিকে কালো দিন হিসাবে অবিহিত করেছেন।প্রত্যক্ষদর্শী আহমেদ আল মাহমুদ বলেন, একজন ব্যাক্তি হেলমেট পরিহিত অবস্থায় এসে এলোপাতাড়ি গুলি করতে থাকে মুসল্লিদের।আরেক প্রত্যক্ষজন প্রত্যক্ষদর্শী ল্যান প্যানেহা বলেন,একজন কালো ড্রেস পরিহিত ব্যাক্তি মসজিদে প্রবেশ করে।'তাঁর মতে সেখানে  একশ'র বেশি মুসল্লি ছিল।একডজনের বেশি গুলির শব্দ আসে কানে।পুলিশ পুরো এলাকাটিতে সতর্কতা জারি করেছে।উল্লেখ্য বাংলাদেশ ক্রিকেট টিম আক্রমনের শিকার মসজিদে আল নুরে যাচ্ছিল জুমার নামাজ আদায় করার জন্য।ঘটনা শুনে মাঝ পথ থেকে তারা ফিরে এসে রক্ষা পায় বলে ক্রিকেট টিমের খেলোয়াড়রা সামাজিক মাধ্যমে লিখেছেন।
সূত্র গার্ডিয়ান।

No comments:

Post a Comment

সর্বশেষ পোস্ট

নিউজিল্যান্ডের ক্রাইসচার্চে ২টি মসজিদে সন্ত্রাসী হামলা, হতাহত অনেক।

নিউজিল্যান্ডে ২টি  মসজিদে সন্ত্রাসী হামলা, হতাহত অনেক। কোন কোন পত্রিকায় ২৭ জন নিহত হয়েছে বলে তথ্য এসেছে।নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু...