মরুর দেশে বৃষ্টি

এক পশলা বৃষ্টি -মরুর দেশে যেন উৎসব তূল্য।

আবদুস শাকুর
শারজা, আমিরাত

বৃষ্ঠি নিয়ে কাজী নজরুল লিখেছিলেন, "চপল বিদ্যুতে হেরি' সে চপলার ঝিলিক হানে কন্ঠের মনিহার, নীল আচঁল হতে তৃষিত ধরার ছুড়ে ফেলে মুঠি মুঠি বৃষ্টি শেফালিকা"। মরুর দেশে নজরুলের এই বাণী বেশিই মনে পড়ার কথা,কারন এক পশলা বৃষ্টি যেন আরব দেশ গুলুতে সোনার হরিণ।কালে ভদ্রে সামান্য বৃষ্টি পাত হয় আরব আমিরাতে,হলেও সেটা কিছুক্ষন স্থায়ী থাকে,তাই বৃষ্টি হতে দেখলে মহা খুশির জোয়ার নেমে জন-জীবনে।ড্রাইবার রাস্তার গাড়ি চালনোর সময় সেল্ফিতে ব্যাস্ত হয়ে পড়ে,উচ্চ ভবন থেকে জানালার ফাঁকে উকি দিয়ে বৃষ্টি দেখতে শুরু করে উৎসুক সবাই ।আজ সাড়ে ১০ টার দিকে বৃষ্টি হয় শারজায়,হঠাৎ আকাশে বিদ্যুত চমকালো,চমকালো অনুভুতি,মুহুর্তেই আবার উধাও।তাই বলা যায় বৃষ্টি মানেই আরব দেশ গুলুতে উৎসব তূল্য,যা দেখে ক্ষনিকের জন্য জন-জীবন হয় মাতোয়ারা।

No comments:

Post a Comment

সর্বশেষ পোস্ট

নিউজিল্যান্ডের ক্রাইসচার্চে ২টি মসজিদে সন্ত্রাসী হামলা, হতাহত অনেক।

নিউজিল্যান্ডে ২টি  মসজিদে সন্ত্রাসী হামলা, হতাহত অনেক। কোন কোন পত্রিকায় ২৭ জন নিহত হয়েছে বলে তথ্য এসেছে।নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু...