News

নকল চাঁদ তৈরি করছে চীন।

নকল চাঁদ তৈরি করছে চায়না।চায়নিজ রা আশা করছে এটি দেশের বড় একটি শহর কে আলোকিত করবে রাত্রী বেলায়।চায়নার দক্ষিন পশ্চিম প্রদেশ চিচুয়ান এর একটি শহর চেংদু, যেখানে ১৪ মিলিয়ন মানুষ বসবাস করে, এই সিটির একজন কর্মকর্তা বলেন, পরিকল্পনা হল কক্ষপথে একটি সেটেলাইট স্থাপন করা, যেটি রাস্তার লাইটের মত আলোকিত করে আলোক সজ্জা করবে।সেটেলাইট টিতে একটি লেয়ার ব্যাবহার করা হবে, যা সুর্য থেকে সোলার পেনেলের সাহায্যে আলো নিয়ে আবার তা নির্দিষ্ঠ জায়গায় তা ফেলতে পারবে।গনমাধ্যম কে এমনটিই জানিয়েছেন শহর টির এয়ার স্পেস বিজ্ঞান, প্রযুক্তি ও মাইক্রু এলেক্ট্রিক ইনষ্টিটিউট এর চেয়ারম্যান উ চান পেং, তার মতে ৫০ মাইল পর্যন্ত আলোকিত করবে সেটেলাইট টি শহরকে।সড়ক লাইটের পরিবর্তে সেটেলাইট টির আলো ব্যাবহার হবে,এটি নরমাল সড়কের লাইটের চেয়েও বেশি পাওয়ার-ফুল হবে।চেংদুর কর্মকর্তারা বলছেন ২০২০ সালে এটি চালু হবে। রাস্তার লাইটের খরচ বাচানো ও টুরিস্ট বৃদ্ধির লক্ষে এই প্রজেক্টি করছে বলে জানানো হয় মিডিয়াকে।
সূত্রঃটেলিগ্রাফ ও ইন্ডেফেন্ডেন্ট, ইউকে
আব্দুস শাকুর, ডি এস টিভি

No comments:

Post a Comment

সর্বশেষ পোস্ট

নিউজিল্যান্ডের ক্রাইসচার্চে ২টি মসজিদে সন্ত্রাসী হামলা, হতাহত অনেক।

নিউজিল্যান্ডে ২টি  মসজিদে সন্ত্রাসী হামলা, হতাহত অনেক। কোন কোন পত্রিকায় ২৭ জন নিহত হয়েছে বলে তথ্য এসেছে।নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু...