News

ভিজিট ভিসা ও টুরিস্ট ভিসায় আরব আমিরাত গমনকারীরা সর্বোচ্চ ৬০ দিন ভিসার মেয়াদ বাড়াতে পারবে।

সংযুক্ত আরব আমিরা ভিজিট ও টুরিস্ট ভিসায় গমনকারীদের জন্য নতুন নিয়ম চালু করেছে।এখন থেকে এসব ভিসায় গমনকারীরা তাদের ভিসার মেয়াদ ২ মেয়াদে ৩০ দিন করে মোট ৬০ দিন বাড়াতে পারবে।আগে ৩০ বা ৯০ দিনের ভিজিট ভিসার মেয়াদ শেষ হলে তাদের ফিরে যেতে হত  নিজ দেশে, এখন  তাদের আর ফিরে যেতে হবেনা,আরব আমিরাতে থাকা অবস্থায় তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবে।বিগ্রেডিয়ার সাইদ রাখান আল রাশিদি, প্রবাসী বিষয়ক, বন্দর ও ফেডারেল অথরিটি আইডেন্টিটি এন্ড সিটিজেনশীপ এর ভারপ্রাপ্ত পরিচালক গনমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।রাশিদি  উল্লেখ করেন, ভিজিট ভিসার মেয়াদ শেষে একই ট্রাবেল এজেন্টের মাধ্যমে ৬০০ দেরহাম দিয়ে ৩০ দিনের জন্য নবায়ন করা যাবে, এবং এটি ২ বার করা যাবে।২ বার বৃদ্ধির পর নতুন করে টাইম বাড়ানো যাবেনা, অবশ্য আরব  আমিরাত ত্যাগ করতে হবে বলেও তিনি জোর দিয়ে বলেন,অন্যাথায় জরিমানা গুনতে হবে।এই সুযোগে চাকরি প্রার্থীরা খুশি।ভারতীয় একজন চাকরী পার্থী অরাভিন্দান কে খালিজ টাইমস কে বলেন,"বলে বুঝাতে পারবনা কিভাবে পুনর্জীবন পেলাম",যিনি এখন ভিজিট ভিসায় আবুদাবিতে আছেন চাকরীর আশায়।আরেক চাকরী প্রার্থী নিয়াজ বলেন, "নতুন নিয়ম টি আমার জন্য করুনা হিসাবেই এসেছে।এটি দ্বিতীয় ভিজিট ভিসা আমার,আমি এখনো চাকরীর সন্ধানে আমার দিন অতিবাহিত করছি"।চাকরী প্রার্থীদের খরচ ও কমবে এতে, তারা যতেস্ট সময় নিয়ে চাকরী খুজতে পারবেন।উল্লেখ্য সব দেশের ক্ষেত্রেই নিয়ম টি প্রযোজ্য।

সূত্র খালিজ টাইমস
আব্দুস শাকুর,ডি এস টিভি

No comments:

Post a Comment

সর্বশেষ পোস্ট

নিউজিল্যান্ডের ক্রাইসচার্চে ২টি মসজিদে সন্ত্রাসী হামলা, হতাহত অনেক।

নিউজিল্যান্ডে ২টি  মসজিদে সন্ত্রাসী হামলা, হতাহত অনেক। কোন কোন পত্রিকায় ২৭ জন নিহত হয়েছে বলে তথ্য এসেছে।নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু...