নিউজ

দেশব্যাপী বিরোধী মতাদর্শের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দায়ের, বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার এবং আজ দুপুরে বিনা ওয়ারেন্টে চাকসুর এজিএস ও বিএনপি’র কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান শামীমকে ডিবি পুলিশ কতৃক গ্রেপ্তারে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চবি ছাত্রদলের বিবৃতি।বিবৃতিতে বলা হয়-
“দুর্নীতি, দুঃশাসন ও নৈরাজ্যের অবসান ঘটিয়ে সুনীতি, সুশাসন ও সুসরকার প্রতিষ্ঠায় এদেশের জনগণ যখন মুক্ত খালেদা জিয়ার নেতৃত্বে ভোটাধিকার তথা গণতন্ত্র পুনরুদ্ধারে সোচ্চার হচ্ছে, ঠিক তখনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রতিহিংসার বিচারে অন্যায়ভাবে কারাগারে আটক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায়ে সাজা প্রদান, সারাদেশে হাজার হাজার বিরোধী মতাদর্শের নেতাকর্মীকে গায়েবি মামলা দিয়ে হয়রানি ও গ্রেপ্তার করে জনমতকে দাবিয়ে রাখার নীল নকশা করছে এ ফ্যাসিবাদী সরকার।এরই ধারাবাহিকতায় আজ দুপুরে চট্টগ্রাম শহরের জিইসি মোড় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাত্র সংসদের এজিএস জনাব মাহবুবুর রহমান শামীমকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এসময় ওনার সাথে থাকা চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করকেও গ্রেপ্তার করে ডিবি পুলিশ।”বিবৃতিতে বিএনপি নেতা মাহবুবুর রহমাম শামীম ও আবুল হাসেম বক্করকে অন্যায়ভাবে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি কে আলম ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ।বিবৃতিতে আরো বলা হয়- গণতন্ত্র মুক্তি আন্দোলনকে দমিয়ে রেখে আবারো বিনাভোটে সরকার গঠন করার নির্লজ্জ বাসনায় রাষ্ট্র যন্ত্র ব্যবহার করে গনতন্ত্রকামী এবং বিরোধী মতাদর্শের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের, তল্লাশির নামে হয়রানি, গণগ্রেপ্তার করে জেলে প্রেরণ করা বন্ধ এবং বেগম খালেদা জিয়া সহ গ্রেপ্তারকৃত সকল রাজবন্দীদের মুক্তি ও প্রতিহিংসার ফরমায়েশি রায়ে প্রদত্ত সাজা বাতিল করে সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, যাতে জনগণ নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
অন্যথায় এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বেকে সমুন্নত রাখতে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দুর্বার আদোলন গড়ে তোলার পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলও ক্যাম্পাসে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

No comments:

Post a Comment

সর্বশেষ পোস্ট

নিউজিল্যান্ডের ক্রাইসচার্চে ২টি মসজিদে সন্ত্রাসী হামলা, হতাহত অনেক।

নিউজিল্যান্ডে ২টি  মসজিদে সন্ত্রাসী হামলা, হতাহত অনেক। কোন কোন পত্রিকায় ২৭ জন নিহত হয়েছে বলে তথ্য এসেছে।নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু...