News

টেস্ট ক্রিকেট কে বিদায় জানাচ্ছেন লংকান বোলার রংগনা হেরাথ।

আগামী ৬ নভেম্বর ইংল্যান্ডের সাথে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলে অবসরে যাচ্ছেন শ্রীলংকার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বাঁ-হাতি  স্পিন বোলার রংগনা হেরাথ।গালিতে অনুষ্ঠিত হবে এই টেস্ট,যেখানে হেরাথের টেস্ট অভিষেক হয়েছিল ১৯ বছর আগে।২০১৬ সালে হেরাথ ওয়ানডে ও টি ২০ কে বিদায় জানান।অবসর এর ব্যাপারে বিবিসি কে হেরাথ জানান, "সম্ভবত ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজই আমার শেষ সিরিজ হতে পারে"।রংগনা হেরাথ মুত্তিয়া মুরালীধরনের পরে লংকান ক্রিকেটের সবচেয়ে সফল স্পিন বোলার, যিনি ৯২ টেস্টে ৪৩০ উইকেট নেন।টেস্টে সবচেয়ে সফল বোলারদের মধ্যে দশম। হেরাথ ৩৪ বার ৫ উইকেট শিকার করেন, ৯ বার পান প্রতি-টেস্টে ১০ উইকেটে করে।ইতিহাসের অন্যতম সফল এই বোলার বলেন, "প্রতিটা ক্রিকেটারের সময় আসে অবসরের,আমি মনে করি আমার অবসরের সময় এসে গেছে"।
টেস্টে এর পাশাপাশি হেরাথ ৭১ ওয়ানডে তে ৭৪ উইকেট,১৭ টি টি২০ তে নিয়েছেন ১৮ উইকেট নিয়েছেন। শ্রীলংকান ক্রিকেট বোর্ড এর প্রধান এসলে ডি সিলভা আজ সোমবার  টেক্সট বার্তা দিয়ে এটি নিশ্চিত করেন গন-মাধ্যম কে।উল্লেখ্য হেরাথ কয়েক বছর ধরে হাটুর সমস্যায় ভোগছিলেন।
সূত্র টাইমস অফ ইন্ডিয়া ও বি বি সি স্পোর্টস।
আবদুস শাকুর, ডি এস টিভি আন্তর্জাতিক ডেস্ক।

No comments:

Post a Comment

সর্বশেষ পোস্ট

নিউজিল্যান্ডের ক্রাইসচার্চে ২টি মসজিদে সন্ত্রাসী হামলা, হতাহত অনেক।

নিউজিল্যান্ডে ২টি  মসজিদে সন্ত্রাসী হামলা, হতাহত অনেক। কোন কোন পত্রিকায় ২৭ জন নিহত হয়েছে বলে তথ্য এসেছে।নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু...