International breaking news, people protesting in tywan to be indefendent from china.

তাইওয়ানে স্বাধীনতার দাবীতে বিক্ষোভ।


তাইওয়ানের রাজধানীতে আজ শনিবার হাজার হাজার স্বাধীনতা-কামী জনগন
 বিক্ষোভ র‍্যালী করেছে।তারা অবিলম্বে তাইওয়ানের স্বাধীনতার প্রশ্নে গন -ভোট আয়োজনের দাবী জানান।এটি  ছিল এই বছরের সবচেয়ে বড় বিক্ষোভ র‍্যালী, যা স্বাধীনতা পন্থি গ্রুফ ফরমুসা জোট আয়োজন করেছে।উল্লেখ্য এই জোট গঠিত হয়েছে ৬ মাস পুর্বে।তারা প্রসিডেন্টের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়।ক্যানি চাং, যিনি এই আন্দোলন-রত জোটের মূখপাত্র, তিনি গন মাধ্যম কে  বলেন, "জমায়েত খুবই সফলভাবেই হয়েছে"।তাইওয়ান প্রেসিডেন্ট সাই গত সপ্তাহে বলেছিলেন, তিনি বেইজিং এর সাথে স্বমন্বয় করবেন, তবে তাইওয়ানের জাতীয় নিরাপত্তা নিশ্চিতের কথাও বলেন জোর দিয়ে। পাশাপাশি তিনি উল্লেখ করেন চাইনিজদের  দমন-পীড়ন তার সরকার গ্রহন করবেনা।প্রেসিডেন্ট সাই দায়ীত্ব নেওয়ার পর থেকে বেইজিং এর সাথে সম্পর্ক খারাপ হতে থাকে।অন্যদিকে চায়না দ্বীপটিতে  মিলিটারি বৃদ্ধি করেছে এই বছর, কুটনৈতিক ভাবেও চাপে রেখেছে।দ্বীপটিকে ঘিরে আকাশ ও নৌ বাহিনীর অনুশীলন ও বেড়েছে।চায়না সব সময় মনে করে এটি তাদের একটি প্রদেশ। বিক্ষোভ কারীদের ভাষ্য, সাই সরকার বেইজিং কে যেন চাপ দেয় এবং গনভোটের ব্যাবস্থা যেন করা হয়।
আগামী মাসে তাইওয়ান সরকার গনভোট বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এতে চাইনিজরা খুবই বিরক্ত। তাইওয়ান সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে আগামী অলিম্পিকে তারা কি স্বাধীন তাইওয়ান হিসাবে যাবে অংশ নিতে? না কি চাইনিজ তাইপে নাম নিয়ে যাবে।যে নাম টি ১৯৭০ এর দশকে যৌত সিদ্ধান্তের ভিত্তিতে ব্যাবহারিত হয়ে আসছে।টাইমস অফ ইন্ডিয়া ও রয়টার্রস থেকে
আবদুস শাকুর, ডি এস টিভি

No comments:

Post a Comment

সর্বশেষ পোস্ট

নিউজিল্যান্ডের ক্রাইসচার্চে ২টি মসজিদে সন্ত্রাসী হামলা, হতাহত অনেক।

নিউজিল্যান্ডে ২টি  মসজিদে সন্ত্রাসী হামলা, হতাহত অনেক। কোন কোন পত্রিকায় ২৭ জন নিহত হয়েছে বলে তথ্য এসেছে।নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু...