News on new labour law in uae

শ্রমিক নিয়োগে নতুন ইন্সুরেন্স নীতি চালু করেছে  আরব আমিরাত সরকার।

নতুন নিয়ম অনুযায়ী শ্রমিক নিয়োগের জন্য প্রাইভেট কোম্পানি গুলুকে ৬০ দিরহাম ইন্সোরেন্স স্কিম পরিশোধ করতে হবে,আগে যেখানে   ৩ হাজার দেরহাম ব্যাংক গ্যারান্টি হিসাবে দিতে হত প্রতিটি শ্রমিক নিয়োগের জন্য।মানব সম্পদ বিষয়ক মন্ত্রনালয়ের ঘোষনা মতে ১৫ অক্টোবর থেকে এটি কার্যকর হচ্ছ।মানব সম্পদ মন্ত্রনালয়  ঘোষনা দেয় যে,ব্যাংক গ্যারান্টি হিসাবে দেওয়া ১৪ বিলিয়ন দেরহাম বিতরন করা হবে, যখন কোম্পানি গুলু ইন্সুরেন্স  স্কিমের আওতায় আসবে।যেসব কোম্পানি ওয়ার্ক পারমিট নবায়নের ৬ মাস পুর্বে বেতন সংক্রন্ত নিয়ম লংঘন করেছে, সে সকল কোম্পানি এই স্কিমের   আওতায় তথা ব্যাংক গ্যারান্টি বাবদ অর্থ বিতরনের আওতায় আসবেনা।নতুন এই ইন্সুরেন্স স্কিম নীতি জুনে ক্যাবিনেট মিটিংয়ে ইস্যু করা  হয়। ইন্সুরেন্সের আওতায় থাকা  শ্রমিকদের এই অর্থ কাজ শেষে গ্রচুয়েটি,লিভ সেলারী,ওভার টাইম বাবদ, অপরিশোধিত বেতন, রিটার্ন টিকেট ও কর্ম ক্ষেত্রে দুর্ঘটনা বাবদ  সর্বোচ্চ ২০হাজার দেরহাম শ্রমিক-প্রতি দেওয়া হবে।

No comments:

Post a Comment

সর্বশেষ পোস্ট

নিউজিল্যান্ডের ক্রাইসচার্চে ২টি মসজিদে সন্ত্রাসী হামলা, হতাহত অনেক।

নিউজিল্যান্ডে ২টি  মসজিদে সন্ত্রাসী হামলা, হতাহত অনেক। কোন কোন পত্রিকায় ২৭ জন নিহত হয়েছে বলে তথ্য এসেছে।নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু...